https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাস্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি সিলেট জেলার গোলাপগন্জের মেয়ে নাফিসা রাইসা গত সপ্তাহে MIT বিশ্ববিদ্যালয়ে আন্তজার্তিক রিসার্স সম্মেলন যোগ দেন ।
তিনি আন্তজার্তিক রিসার্স সম্মেলন কমিটির আমন্ত্রনে বিশ্ব বিখ্যাত (প্রথন স্হান )এম আই, টি বিশ্ববিদ্যালয়ে গনিত বিষয়ে বিশ্ববিখ্যাত ফ্যাকাল্টি মেম্বারদের সাথে এক মাত্র স্নাতক শিক্ষার্থী হিসেবে এই রিসার্স সম্মেলনে যোগ দানের জন্য মনোনিত হন ।
উল্লেখ্য নাফিসা রাইসা এর আগে আন্তজার্তিক রিসার্স সম্মেলন কমিটির আমন্ত্রনে গত বৎসরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গনিত বিষয়ে আন্তজার্তিক সম্মেলনে যোগ দান করেছিলেন ।
নাফিসা রাইসা এই সম্মলনে যে বিষয়ে রিসার্স উপস্হাপনা করেন সেটি হলো “Indel Genome Evolution Beyond Parsimony”
উল্লেখ্য নাফিসা রাইসা যুক্তরাস্ট্রের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ফোর্ড হাম বিশ্ববিদ্যালয়ে তিনটি বিষয়ে কম্পিউটার সাইন্স, ম্যথমেটিক্স ও বায়োলজিতে অনার্স শেষ বর্ষের ছাত্রী । এ মাসেই তার গ্রেজুয়েশন ফাইনাল পরীক্ষা অনুস্টিত হবে ।

রিসার্স উপস্হাপনা করছেন নাফিসা রাইসা ।

Leave a comment

Trending