
সিলেট প্রতিনিধি ঃ প্রায় আট ঘণ্টা পর বুধবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়েছে৷ এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগব্যবস্থা বন্ধহয়ে যায়৷
এ ঘটনায় রেলের শিডিউল বিপর্যয় ঘটে৷ সিলেট রেলওয়ে স্টেশনে প্রায় ১ হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েন৷ পরে গত রাতের ট্রেন আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাতটায় ছেড়ে যায়৷
জানা গেছে, কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে গতকাল দিবাগত রাত তিনটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Leave a comment