https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961


নিউইয়র্ক প্রতিনিধি ঃ ,ঐতিহ্য আর গৌরবের সংগঠন “বাংলাদেশ আওয়ামী লীগে”র ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবলি পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও সুধী সমাজ। ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষ্যে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ ২৬ শে জুন সন্ধ্যা ৭.৩০ টায় আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম
প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রবিবার ২৬ শে জুন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী এবং গণ মানুষের রাজনৈতিক দল বাংলা দেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী pradise Indian Restaurant (Carzy Mario) 7667 Lake Worth Rd Lake Worth Fl 33467 সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ সভা পরিচালনা করেন ফ্লোরিডা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মুজিব উদ্দিন ।
অনুষ্টানে মূখ্য আলোচক হিসেবে বাংলাদেশ থেকে টেলিফোনে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযুদ্দা এম ফজলুর রহমান।আলোচনায় অংশ গ্রহন করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ
নেতৃবৃন্দ সর্ব জনাব নাফিজ আহমেদ জুয়েল,বীর মুক্তিযোদ্দা বুলবুল চৌধুরী ,লিটন খান,রানা খান,আলহাজ্ব ফারুক আহমেদ,এম জহির, ওসমান চৌধুরী,
শেখ বাবুল, মোঃ দিদারুল আলম,বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য এ ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হাসান, যুগ্নসম্পাদক আনোয়ারুল খান দীপু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল রহমান .আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাপ্পী ,মাজেদুল হক আদর জামিল, সৈয়দ মাহাবুব আলী আক্কাস,কামাল,ফ্লোরিডা ষ্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন,সহ সভাপতি শাহীন,ও অন্যান্য নেতৃবৃন্দ।
পবিএ কোরান তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়।দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ বাবুল।
মূখ্য আলোচক এম ফজলুর রহমান বলেন ১৯৪৯ সনের ২৩ শে জুন সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল।৫২ সনের ভাষা আন্দোলন,৬৬ ছয় দফা,৬৯ গন অভূয়খ্যান ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্দ আওয়ামী লীগের অবদান।দুর্যোগ ,মহামারী,ঘূর্নিঝড় বন্যা,খরা,অতপর করোনা মহামারী তে সর্বদা আওয়ামী লীগ মানুষের পাশে।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment

Trending