
সিলেট প্রতিনিধি ঃ সিলেট জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Leave a comment