
নিউইয়র্ক প্রতিনিধি ঃ সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিকের জনপ্রিয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ জনাব আব্দুল হাসিব মামুন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার মছুফ এক যৌথ বার্তায় গতকাল বৃহস্পতিবার মধ্য রাতের দিকে নগরীর টিলাগড়ে আজাদুর রহমান আজাদের নিজ বাসাসহ অন্যান্য জায়গায় দুর্বৃত্তদের পরিচালিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আজাদুর রহমান আজাদ সিলেট সিটি কর্পোরেশনের টানা পাঁচবারের নির্বাচিত খুবই জনপ্রিয় কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেটের একজন জনপ্রিয় নেতা। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বাসাসহ অন্যান্য জায়গায় যে সন্ত্রাসী হামলা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।তারা অভিলম্ভে সন্ত্রাসীদের কে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবী জানান ।

Leave a comment