https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

কবিতাঃ প্রবাস থেকে বলছি

কলমেঃ সব্যসাচী দেব রায়(রাজু)

তারিখঃ ২৫.০৬.২০২৪ ইংরেজি।

আজ বৃষ্টিস্নাত মেঘলা আকাশ
দাড়িয়ে আছি জানালায়।
অন্তরে মোর লাগলো দোলা
মন পড়ে আছে বাংলায়।

রেখে এসেছি স্মৃতিময় দিন
পরিবার, বন্ধু ও স্বজন।
প্রকৃতির মতো মাতাল হাওয়ায়
উদাস হলো মন।

সময় কখনও থমকে দাড়ায়
কখনও যায় দ্রুত বয়ে।
মা মাটির গন্ধ পাই
সিলেট আছে হৃদয়ে ।

দেখেছি সুরমার শান্ত রূপ
বর্ষায় মাতাল হওয়া।
পর্যটন স্পট, চায়ের বাগানে
মুগ্ধতা ছড়িয়ে যাওয়া।

ভালো থাকো বাংলাদেশ
প্রাণের সিলেট শহর।
মিনতি করি দুইহাত তুলি
বিধাতা পরমেশ্বর।

Leave a comment

Trending