https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

প্রবাসি ডেস্ক: ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুটি পিস্তল নিলামে বিক্রি হয়েছে। যার দাম উঠেছে ১৬ লাখ ৯০ হাজার ইউরো (১৪ লাখ পাউন্ড)। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ২১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা। জানা গেছে, এই দুটির একটি পিস্তল দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার ওসেনাত নিলামকেন্দ্রে এই পিস্তলগুলো বিক্রি হয়েছে। এই নিলামকেন্দ্রটি ফন্তেনব্ল–্য প্রাসাদের পাশেই অবস্থিত। ১৮১৪ সালে রাজসিংহাসন ছেড়ে দেওয়ার অল্প কিছু সময় পর এই প্রাসাদেই আত্মহত্যার চেষ্টা চালান নেপোলিয়ন। ১৮১৪ সালের ১২ এপ্রিল রাতে তিনি এই পিস্তল দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হন। এর অল্প সময় আগে বিদেশি সেনার হাতে পরাজিত হয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়।

নিলামের অল্প সময় আগে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় এই পিস্তলগুলোকে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা দিয়ে এর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে পিস্তলগুলো নিয়ে কেউ ফ্রান্স থেকে বের হতে পারবেন না। আর রেব হলেও তা অল্প সময় পর আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। পরবর্তী ৩০ মাসের মধ্যে ফরাসি সরকারকে নতুন মালিকের কাছ থেকে এই পিস্তল কিনে নিতে হবে। ফরাসি বন্দুক নির্মাতা লুই-মারিন গসেত এই পিস্তল দুটি তৈরি করেছিলেন। পিস্তল ২টিতে সোনা ও রুপার আস্তরণ রয়েছে। আর এক পাশে নেপোলিয়নের ছবিও খোদাই করা আছে। তবে তার সহকারী আরমান্দ দ্য কলেনকোর্ত পিস্তল থেকে বারুদ সরিয়ে রাখেন। এরপর নেপোলিয়ন বিষপান করলেও প্রাণে বেঁচে যান।

পরবর্তী সময়ে তিনি কলেনকোর্তকে পিস্তল দুটি উপহার দিয়ে গেলে তার বংশধরদের কাছে এগুলো রেখে যান। আশা করা হয়েছিল, ১২ থেকে ১৫ লাখ ইউরোতে বিক্রি হতে পারে এই পিস্তল দুটি। নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা জাঁ-পিয়েরে ওসেনাত জানান, এই পিস্তল ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের সঙ্গে ‘নেপোলিয়নের জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়’ জড়িয়ে আছে। সম্রাট নেপোলিয়নের ব্যবহৃত যে কোনো ব্যক্তিগত উপকরণ নিলামে মহামূল্যবান হিসাবে বিবেচিত হয়ে থাকে। এর আগে গত নভেম্বরে তার ব্যবহার করা একটি তিন কোণা টুপি ১৯ লাখ ইউরোতে বিক্রি হয়।

Leave a comment

Trending