https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই দফতরের আর্থিক তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করবেন। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দেশটির মন্ত্রীসভার সদস্য হলেন।

গত বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এমপি থেকে ১৫ হাজার ভোট বেশি পান ৪১ বছর বয়সী টিউলিপ।

২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। সেবার থেকেই লেবার পার্টির এমপি হিসেবে আছেন টিউলিপ। গত পার্লামেন্টে দলটির ছায়ামন্ত্রীও ছিলেন তিনি। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে প্রথম বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন।

Leave a comment

Trending