
নিউইয়র্ক প্রতিনিধি ঃ দীর্ঘ এক যুগের ও বেশী সময় অতিবাহিত হলে ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নতুন কোন কমিটি কিংবা সম্মেলনের নির্দেশ এখনো আসে নি কেন্দ্রীয় হাইকমান্ড থেকে । এ নিয়ে দীর্ঘ দিন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ একটি নতুন কমিটির দাবী জানিয়ে আসছেন দলীয় সভানেত্রীর কাছে ।দীর্ঘ প্রতিক্ষার পর নেতা কর্মীরা মনে করছেন এবার নেত্রী সেপ্টেম্বরে যুক্তরাস্ট্র সফরে আসলে হয়তো একটি নতুন কমিটি ঘোষনা করবেন ।সম্মেলনের ব্যাপারে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ দলীয় সভানেত্রীর সাথে দেখা করে নতুন কমিটির আবেদন জানিয়েছেন এবং এ ব্যাপারে দলীয় সভানেত্রীর সম্মতি রয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবী করেছে।
নতুন এই কমিটি গঠন নিয়ে খোদ দলীয় সভানেত্রীর কাছ থেকে একটি নতুন আইডিয়া বা ফরমূলা পাওয়া গেছে বলে ও উক্ত সূত্র দাবী করেছে । ফরমূলাটি হচ্ছে দলীয় হাইকমান্ড চায় যুক্তরাস্ট্র আওয়ামীলীগের বর্তমান কমিটির ন্যায় একটি কেন্দ্রীয় কমিটি না করে পুরো যুক্তরাস্ট্রকে দুই , তিন কিংবা চার ভাগে ভাগ করে যুক্তরাস্ট্র আওয়ামীলীগর দুই ,তিন কিংবা চারটি কমিটি ঘোষনা করতে ।এই আইডিয়াটি বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসার পর যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে কমিটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে বলে জানা যায় । কোন কোন নেতৃবৃন্দ মনে করছেন যদি দলীয় হাইকমান্ড নতুন ফর্মুলায় দুটি কিংবা ততোধিক কমিটি ঘোষনা করে তাহলে এই সকল কমিটির স্ট্যাটাস কি হবে , এ গুলোর কি জেলার স্ট্যটাস হবে নাকি থানার স্টেটাস দেওয়া হবে , যুক্তরাস্ট্র আওয়ামীলীগের বর্তমান মর্যাদা কি অক্ষুন্ন থাকবে ?
আমাদের যুক্তরাস্ট্র প্রতিনিধি এই স্পর্শকাতর বিষয়টির ব্যাপারে মতামত নেওয়ার জন্য যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সর্বোস্হরের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন এবং তাদের মতামত জানতে একটি জরিপ চালান , যে খানে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের প্রায় ১৫/১৬ জন গুরত্বপূর্ণ নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেছেন ।আমাদের প্রতিবেদক নেতৃবৃন্দের মতামত নিয়ে এই প্রতিবেদনটি তৈরী করেছেন যা আমরা পাঠকদের জন্য এখানে তুলে ধরলাম ।
আমাদের প্রতিবেদকের সাথে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের আগামী কমিটি নিয়ে হাইকমান্ডের যে নতুন ফর্মূলা সেটা নিয়ে কথা হয় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম নেতা জনাব হাজী দুলাল মিয়া এনামের সাথে , তিনি জানান যেহেতু যুক্তরাস্ট্র একটি বৃহৎ দেশ সেহেতু একটি কমিটি দিয়ে পুরো যুক্তরাস্ট্রের কার্যক্রম পরিচলনা করা কঠিন হয়ে পড়ে তাই দলীয় সভাপতি যদি পুরো যুক্তরাস্ট্র আওয়ামীলীগ কে তিনটি অন্চলে ভাগ করে তিনটি কমিটি ঘোষনা করেন তাহলে সুবিধা হবে ।তিনি এই তিনটি কমিটিকে একত্রে পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় উপদৃস্টা কিংবা পরিচলনা কমিটি করার পক্ষে ও তার মতামত জানান ।তবে এ ক্ষেত্রে তিনি নিউইয়র্ক স্টেইট ও মহানগর আওয়ামীলীগের কমিটি না রাখার পক্ষে মতামত ব্যক্ত করে দলীয় সভাপতির সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে জানান ।
যুক্তরাস্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি তার মতামত জানাতে গিয়ে বলেন , আমি একটি অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে , যদি যুক্তরাস্ট্র আওয়ামীলীগ দুটি কিংবা চারটি কমিটি ঘোষনা আসে তাহলে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ তার বর্তমান মর্যাদা হারাবে । তিনি যুক্তরাস্ট্র আওয়ামীলীগের বর্তমান মর্যাদা বজায় রাখার পক্ষে তার মতামত ব্যাক্ত করে বলেন সব কিছুর পর দলীয় সভাপতির সিদ্ধান্তই চুড়ান্ত”।
নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাহীন আজমল তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন “ আমি অখন্ড যুক্তরাস্ট আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে রয়েছি । তিনি ও মনে করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান মর্যাদা অক্ষুন্ন রাখা প্রয়োজন । তবে তিনি ও নেত্রীর সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ।
নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম তার মতামতে জানান , আমি অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে তবে বৃহত দেশ হিসেবে যদি দুটি ভাগে ভাগ করে দুটি কমিটি ঘোষনা হয় তাহলে ভালো হবে “। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তজার্তিক সম্পাদক গাজী ওহিদুজ্জামান লিটন বলেন “ আমি অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে তবে সর্বোচ্চ দুটি ভাগে ভাগ করে দুটি কমিটি হলে ভালো হয় “ ।তিনি ও নেত্রীর সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে মতামত ব্যক্ত করেন ।
কানেক্টিকা আওয়ামীলীগের সভাপতি জিয়াদুল হক জিয়াদ ও সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী তারা দুজনই মতামতে জানান , “আমরা অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে তবে যেহেতু যুক্তরাস্ট্র একটি বৃহত দেশ সে ক্ষেত্রে নেত্রী যদি দুটি কমিটি উপহার দেন তাহলে ও ভালো হবে “। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন , “ আমি অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষে , তিনি আর উল্লেখ করে বলেন এভাবে যদি যুক্তরাস্ট্র আওয়ামীলীগের কমিটিকে চারটি ভাগে ভাগ করে কমিটি ষোষনা করা হয় তাহলে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ তার বর্তমান মর্যাদা ও ঐতিহ্য দুটোই হারাতে পারে । তবে নেত্রীর সিদ্ধান্ত চুড়ান্ত বলে তিনি ও জানান ।
যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা সাইফুল আলম সিদ্দিকি , নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের উপদৃস্টা সিরাজুল ইসলাম , সদ্য মনোনিত নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক যুবলীগ নেতা শাহ সেলিম ,সাবেক যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ,স্বেচ্ছাসেবক লীগের সদ্য মনোনিত সভাপতি এইচ এম ইকবাল , যুক্তরাস্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় , সাবেক সাধারন সম্পাদক জাহাংগির এইচ মিয়া তারা সকলেই তাদের মতামত দিতে গিয়ে জানান , আমরা অখন্ড যুক্তরাস্ট্র আওয়ামীলীগের পক্ষে তবে বৃহৎ দেশ হিসেবে যদি দলীয় সভানেত্রী যুক্তরাস্ট্র আওয়ামীলীগ কে দুটি ভাগে ভাগ করে ইস্ট ওয়েস্ট অথবা নর্থ সাউথ দুটি কমিটি ঘোষনা দেওয়া হয় তাহলে ভালো হবে ।সদ্য মনোনিত যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জামান তার মতামতে জানিয়েছেন ,তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অখন্ড নতুন কমিটির পক্ষে , তিনি বলেন , “আমি চাই যুক্তরাস্ট্র আওয়ামীলীগ সব সময় ঐক্যবদ্ধ থাকুক “। তবে তারা ও সবাই এ বিষয়ে দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত চুড়ান্ত বলে জানিয়ে দিয়েছেন ।
আমাদের এই জরিপে প্রায় ১৬ জন গুরুত্বপূর্ণ নেত্রী বৃন্দ অংশ নেন তারা সবাই যুক্তরাস্ট্র আওয়ামীলীগের আগামী কমিটি অভিন্ন কিংবা দুটির পক্ষে তাদের মতামত জানিয়েছেন তবে তিন কিংবা চারটি কমিটির পক্ষে মাত্র একজনের মতামত পাওয়া গেলেও অন্য কারো মতামত পাওয়া যায় নি । একই সাথে তারা সকলেই দলীয় সভাপতির সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে আমেদের প্রতিবেদক কে জানিয়েছেন । এখন অপেক্ষার পালা দলীয় সভাপতি কি সিদ্ধান্ত দেন তার উপরই নির্ভর করবে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নতুন কমিটি কি ভাবে হবে ।

Leave a comment