
কবিতাঃ বার্তা
কলমেঃ সব্যসাচী দেব রায়(রাজু)
তারিখঃ১৩.০৭.২০২৪ ইংরেজি।
দ্রব্য মুল্য লাগামহীন
দেখার কেহ নাই।
পিয়াজ আলু মরিচ নিয়ে
চলছে খাই খাই।
জনগণকে আষ্টেপৃষ্ঠে মারছে
সবাই এখন।
তার উপরে বিভিন্ন কর
নানা জ্বালাতন।
পোষাকে ও কথায় বড্ড ধার্মিক
আচরণে লোভী দেখি।
চোর সিন্ডিকেটের কথাই বলছি
লজ্জা কোথায় রাখি।
যাদের দেখার দেখেনা তারা
গোপনে করে আঁতাত।
রক্ষক হয়ে ভক্ষক সেজে
দিনকে করছে রাত।
মেধাবীরা আজও দেশ ছাড়ছে
ভরসার অভাব পাই।
চাকুরী ও ব্যবসা সর্বক্ষেত্রে
নীতি নৈতিকতা নাই।
পচন ধরেছে এই সমাজে
এজন্যই কি স্বাধীনতা।
রাগে ক্ষোভে ফুঁসছে মানুষ
শোনতে পাওকি বারতা।

Leave a comment