
জাতীয় ডেস্ক ঃ সংস্কার আ’ন্দোলনকে কেন্দ্র করে সং’ঘা’তের ঘটনায় আজ শুক্রবার রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় তিন ব্যক্তি নি’হ’ত হয়েছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
নি’হ’ত তিনজন হলেন আবদুল গনি, রাকিব ও রাসেল। আবদুল গনি (৪৫) ও রাকিবকে (২২) আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে দুপুর ২টা ২০ মিনিটে তাঁদের মৃ’ত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরার ফরাজী হাসপাতালে।
এ দিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি জামাত উভয় দল পক্ষে ও বিপক্ষে প্রবাসে বিক্ষোভ মিসিল করেছেন । গতকল্য আওয়ামীলীগ কোটা আন্দলনের নামে জামাত বিএনপি ও শিবিরের ছেলেদের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে লন্ডন ও নিউইয়র্কে বিক্ষোভ মিসিল ও প্রতিবাদ সভা করেছে । অন্যদিকে বিএনপি জামাত কোটা আন্দোলন কে সমর্থন করে লন্ডন ও নিউইয়র্কে বিক্ষোভ মিসিল করেছে ।বিএনপি জামাতের লোকেরা গতকল্য নিউইয়র্কের টাইম স্কয়ারে সময় টিবির সাংবাদিক জোনায়েদ সাকির উপর আক্রমন চালিয়েছে । পরিবর্তিতে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং কয়েকজন হামলা কারীকে গ্রেফতার করে নিয়ে যায় ।

Leave a comment