https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ গতকল্য কোটা নিয়ে হাইকোটের আগের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোটের আপিল বিভাগ ।কোটা নিয়ে দেশের চলমান ছাত্র আন্দোলন সহিংস আকার ধারন করলে সরকার আপিল বিভাগের রায়ের তারিখ এগিয়ে এনে গতকল্য রোববার অনুস্টানের অনুরোধ জানায় । তারই প্রেক্ষিতে গতকল্য হাইকোটের রায়ের উপর আপিল বিভাগের শোনানী শুরু হয় । আপিল বিভাগ হাইকোটের আগের রায় খারিজ করে দেয় এবং কোটা বিষয়ে নতুন রায় প্রধান করে যেখানে মেধা তালিকা ৯৩% , মু্ক্তিযুদ্ধা কোটা ৫% ক্ষুদ্র নৃ গোস্টী ১% , প্রতিবন্ধী ১% রাখা হয়েছে । সাথে আগের নারী কোটা বাদ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ গত কয়েকদিন থেকে আন্দোলন শুরু করে । প্রধানমন্ত্রী হাইকোটের রায় নিয়ে সুপ্রিম কোটের রায়ের জন্য কিছু দিন অপেক্ষা করার আহ্বান জানালে ও সাধারন শিক্ষার্থীরা প্রত্যাখান করে এবং সাধারন শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামাত সমর্থন জানায় । এক পর্যায়ে জামাত বিএনপি ও শিবিরের ছেলেরা সাধারন শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে সহিংস আন্দোলন শুরু করে । আন্দোলন কারীরা বিটিবি ভবন , মেট্রো রেল , মেয়র হানিফ ফ্লাই ওভারের টোল বক্স সহ অসংখ সরকারী গাড়ি ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় । সহিংসতা রোধে সরকার পুলিশ বাহীনি মোতায়ন করে শিক্ষার্থী দের কে বিভিন্ন এলাকা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানায় কিন্তু শিক্ষার্থীরা পুলিশের নির্দেশ অমান্য করে সারা দেশে সহিংস আন্দোলন চালিয়ে যেতে চাইলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ কয়েকজন সাংবাদিক ও প্রাণ হারান । পরিস্হিতি নিয়ন্ত্রনে রাখতে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিস্টান অনির্দিস্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কিন্তু তাতে ও আন্দোলন দমানো কঠিন হয়ে পড়ায় সবশেষে সরকার সারা দেশে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করলে তা নিয়ন্ত্রনে আসে । সবশেষ খবর অনুযায়ী কোটা আন্দোলনকারীরা তাদের দাবী পুরণ হওয়ায় ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহীদ ইসলাম ।

Leave a comment

Trending