
নিউইয়র্ক প্রতিনিধি ঃ দেশে চলমান কোটা আন্দোলনের নামে সাধারন শিক্ষার্থীদের কে ইন্দন যোগিয়ে জামাত বিএনপির অগ্নি সংযোগের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকশন হাইটে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের স্মরণ কালের সব চেয়ে বৃহৎ বিক্ষোভ সমাবেশ গতকল্য ডাইভারসিটি প্লাজায় অনুস্টিত হয় ।
এ সময় পুরো ডাইভারসিটি প্লাজা যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠে । তারা জামাত বিএনপির এই নাশকতার বিরোদ্ধে বিক্ষোভ মিসিলে শ্লোগান দিতে থাকেন । মূহুর্তের মধ্যে প্রায় হাজার খানেক নেতা কর্মী সেখানে জড় হয়ে যান । এ সময় শিবির ও ছাত্র দলের ৪/৫ জন নেতা কর্মী প্লেকার্ড নিয়ে সেখানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে চাইলে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নেতা কর্মীদের তোপের মুখে তারা সেখানে দাঁড়াতেই পারেন নি । এক পর্যায়ে যুক্তরাস্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের উপর চড়াও হলে কর্ত্যবরত পুলিশ এসে তাদের কে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেয় ।

গতকল্য ডাইভার সিটি প্লাজায় যুক্তরাস্ট্র আওয়ামীলীগ , নিউইয়র্ক স্টেইট , নিউইয়র্ক মহানগর , শ্রমিকলীগ ,মহিলা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাস্বকলীগ ও ছাত্র লীগের প্রায় হাজার খানেক নেতৃবৃন্দ নীজ নীজ গ্রোপে বিভক্ত হয়ে বিক্ষোভ মিসিলে অংশ নিতে দেখা যায় ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উপদৃস্টা ড. প্রদ্বীপ করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক , এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মামুনের নেতৃত্বে ও পরিচালনায় যুক্তরাস্ট্র আওয়ামীলীগের প্রায় দুই শতাধীক নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিসিলে অংশ নেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদসা , প্রচার সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম , দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি ,যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী , আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার , ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য খুরশেদ খন্দকার , নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা কফিল চৌধুরী , কানেকটিকা আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ , সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তজার্তিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস , উপ আন্তজার্তিক সম্পাদক গাজী লিটন , কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার , সাবেক সভাপতি নুরুজ্দামান সরদার ,কেন্দ্রীয় কার্যকরী সদস্য কামাল হোসেন রাকিব , নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া , মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার , মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ সেলিম, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন ,মিজানুর রহমান চৌধুরী,শেখ হাসিনা মন্চের সভাপতি আব্দুল জলিল ,আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ ,গোলাম খাঁন লিপ্টন , কায়কোবাদ খাঁন , কাজি এলিন , তোফায়েল হোসেন , আবুল হোসেন ,মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রোমানা আকতার , ,যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল , সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জামান, যুগ্ম সম্পাদক হেলালুজ্জামান ,সাংগঠনিক সম্পাদক সাহিদুল হক রাসেল , আব্দুল বাসির , ফাহিম আহমেদ ,ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া ,ছাত্র লীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম , ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ , মুহাম্মদ হাসান ইশরাত হোসেন হৃদয় ,প্রমূখ ।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগের আরেকটি গ্রোপ সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও অন্যতম উপদৃস্টা ডা. মাসুদুল হকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অংশ নেন । এ সময় বক্তব্য রাখেন , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সোলেমান আলী , নুরুল ইসলাম , তারিকুল ইসলাম , ডিএম রোনেল , ফরিদুল আলম ,জনি শিকদার , এবাদুল হক , নাফিকুর রহমান তোরান , শামীম আল আমিন ,সাইফুল আলম , যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমূখ ।

নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগ ঃ যুক্তরাস্ট্র নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান মিয়া ও সাধারন সম্পাদক শাহীন আজমলের নেতৃত্বে বিক্ষোভ মিসিলে অংশ নেন ও বক্তব্য রাখেন , সহ সভাতি মনির হোসেন , মহি উদ্দিন মহি , সৈয়দ আতিকুল ইসলাম , হুমায়ুন কবির , সিরাজুল ইসলাম ভূইয়া , আবুল হাসনাত , আবুল বাশার মিলন , যুগ্ম সম্পাদক সাখাওয়ত আলী ,হেলিম উদ্দিন , এমএন জিন্নাত , সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম , নুরুল হক লাল , শিক্ষা বিষয়ক সম্পাদক বিপ্রেশ রায় প্রমূখ ।

মহানগর আওয়ামীলীগ ঃ মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিসিলে বেশ কিছু নেতা কর্মী অংশ নেন ।

যুক্তরাস্ট্র যুবলীগ ঃ যুক্তরাস্ট্র যুবলীগ নেতা শেখ জামালের নেতৃত্বে প্রায় অর্ধশতাধীক নেতা কর্মী বিক্ষোভ মিসিলে অংশ নেন ।এছাড়া ও যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকে এই বিক্ষোভ মিসিলে অংশ নেন ।

যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম ইকবাল ও সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জামানের নেতৃত্বে বিক্ষোভ মিসিলে অংশ নেন যুগ্ম সম্পাদক হেলালুজ্জামান , সাংগঠনিক সম্পাদক সহিদুল হক রাসেল , আব্দুল বাসির , ফাহিম আহমেদ সহ আরো অনেক নেতৃবৃন্দ ।

যুক্তরাস্ট্র ছাত্রলীগ ঃ যুক্তরাস্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড ও জয় , সাধারন সম্পাদক জাহাংগীর এইচ মিয়া এই বিক্ষোভ মিসিলে অংশ নেন । এছাড়া ও ছাত্রলীগ নেতা রায়হানের নেতৃত্বে বেশ কিছু ছাত্রলীগ নেতা বিক্ষোভ মিসিলে অংশ নেন ।



Leave a comment