
নিউইয়র্ক প্রতিনিধি ঃ ব্যান্ড তারকা শাফিন আহমেদ আজ সন্ধা ৬.৫০ মিনিটের সময় ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নানিল্লাহী ও ইন্নাইলাহী রাজিউন )। তার মূর্ত্যুর সংবাদ টি নিশ্চিত করেছেন শাফিনের ভাই মাফিন আহমেদ ।
তিনি জানান গত ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কন্সার্টে পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড তারকা শাফিন আহমেদের কিন্তু কন্সার্টের আগে তিনি অসুস্হবোধ করলে কনসার্টটি বাতিল করা হয় এবং তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তী করা হলে তার ম্যাশিব হার্ড এটার্ক ধরা পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তিনি আর সেখান থেকে ফেরে আসেন নি ।
মাফিন আহমেদ আর জানান তাদের দুই কাজিন এখন সাফিন আহমেদের মরদেহের পাশ্বে আছেন তিনি বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন শীঘ্রই । তিনি আসার পর তার মর দেহ দেশে নিয়ে যাওয়া হবে এবং দেশেই তাকে সমাহিত করা হবে।

Leave a comment