https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ দেশে কোটা সংস্কারের নামে শিক্ষার্থীদের কে ইন্দন যোগিয়ে জামাত বিএনপির অগ্নি সংযোগের প্রতিবাদ ও প্রবিণ আওয়ামীলীগ নেতা ফরাসত আলীকে লান্চিত করার অপচেষ্টার প্রতিবাদে গতকল্য নিউইয়র্কের বর্ন্ক্সে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুস্টিত হয় ।

এ সময় যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠে । তারা জামাত বিএনপির এই নাশকতার বিরোদ্ধে বিক্ষোভ মিসিলে শ্লোগান দিতে থাকেন । মূহুর্তের মধ্যে প্রায় ৫০০ শত নেতা কর্মী সেখানে জড় হয়ে যান ।

নেতৃবৃন্দ গত সপ্তাহে বর্ন্ক্সের প্রতিবাদ সমাবেশে বিএনপি জামাতের সন্ত্রাসী কতৃক প্রবীণ আওয়ামীলীগ নেতা , এন আর বি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব ফরাসত আলী কে লান্চিত করার প্রচেস্টার জন্য তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ।

গতকল্য বর্ন্ক্সের প্রতিবাদ সভায় যুক্তরাস্ট্র আওয়ামীলীগ , নিউইয়র্ক স্টেইট , নিউইয়র্ক মহানগর , শ্রমিকলীগ ,মহিলা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাস্বকলীগ ও ছাত্র লীগের প্রায় হ ৫০০ শত নেতৃবৃন্দ বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ নিতে দেখা যায় ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মু্ক্তিযুদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন দেওয়ান , আব্দুল হাসিব মামুন , আব্দুর রহিম বাদশা , কার্যকরী সদস্য খোরশেদ খন্দকার সহ আওয়ামীলীগের প্রায় দুই শতাধীক নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিসিলে অংশ নেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন , আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার , ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য খুরশেদ খন্দকার , নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা কফিল চৌধুরী , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তজার্তিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস , , কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল ওহাব জোয়ারদার , যুক্তরাস্ট্র আওয়ামীলীগ নেতা শ্যামল চন্দ , নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ সেলিম, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন ,মিজানুর রহমান চৌধুরী,শেখ হাসিনা মন্চের সভাপতি আব্দুল জলিল ,আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ ,গোলাম খাঁন লিপ্টন , কায়কোবাদ খাঁন , কাজি এলিন , তোফায়েল হোসেন , আবুল হোসেন ,মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রোমানা আকতার , ,যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল প্রমূখ , বর্ন্ক্স আওয়ামীলীগ নেতা নুরুল আম্বিয়া প্রমূখ ।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগের অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সোলেমান আলী , নুরুল ইসলাম , তারিকুল ইসলাম , ডিএম রোনেল , ফরিদুল আলম , নাফিকুর রহমান তোরান প্রমূখ ।

যুবলীগ নেতা সেবুল মিয়ার নেতৃত্ব যুবলীগের বেশ কিছু নেতা কর্মী এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগ ঃ যুক্তরাস্ট্র নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমলের নেতৃত্বে বিক্ষোভ মিসিলে অংশ নেন ও বক্তব্য রাখেন , আতিকুল ইসলাম , হুমায়ুন কবির , সিরাজুল ইসলাম ভূইয়া , আবুল হাসনাত , আবুল বাশার মিলন , যুগ্ম সম্পাদক সাখাওয়ত আলী ,হেলিম উদ্দিন , এমএন জিন্নাত , সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম , নুরুল হক লাল প্রমূখ ।

যুক্তরাস্ট্র যুবলীগ নেতা শেখ জামালের নেতৃত্বে প্রায় অর্ধশতাধীক নেতা কর্মী বিক্ষোভ মিসিলে অংশ নেন ।এছাড়া ও যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকে এই বিক্ষোভ মিসিলে অংশ নেন ।

Leave a comment

Trending