
সিলেট প্রতিনিধি ঃ সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের সময় শিশুটি আহত হয় । সাথে সাথে শিশুটিকে পুলিশের এক সদস্য হাসপাতালে পেরন করেন ।শিশুটি চিকিৎসা চলছে এবং সে শংকামুক্ত রয়েছে বলে আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম ।
আজ শুক্রবার বিকালে নগরীর আখালিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাাকালে আহত হয় শফিক। ।
তবে আহত শফিককে পুলিশের একজন সদস্য বুকে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। তাকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
তার শঙ্কামুক্ত হওয়ার বিষয়টি হাসপাতালের গণসংযোগ শাখাও নিশ্চিত করেছে। এক ভিডিও ক্লিপে তাকে হাসপাতালের বেডে শুয়ে স্বজনদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেও দেখা গেছে।

Leave a comment