
সিলেট প্রতিনিধি ঃ সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা : শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী গ্রহণ
সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা আগস্ট ২০২৪) বিকাল ৪ঘটিকায় তালতলাস্থ গুলশান হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনাসহ শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে-৫ই আগস্ট জাতির পিতার জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল। ৭ই আগস্ট ২০০৪ সালের গুলশান সেন্টারে জঙ্গি গোষ্ঠীর গ্রেনেড হামলা দিবসে বাদ যোহর ইব্রাহিম স্মৃতি সংসদে আলোচনা ও দোয়া মাহফিল। ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্য উদয় ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদন শেষে এক শোক মিছিল শহর প্রদক্ষিণ, বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল। তাছাড়া প্রত্যেক ওয়ার্ডে শোক দিবসের বিভিন্ন কর্মসূচী গ্রহণ ওয়ার্ডে ওয়ার্ডে সারাদিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। ১৭ ই আগস্ট ও ২১ আগস্টের কর্মসূচী পরবর্তী জানানো হবে। সভায় আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের শোক প্রস্তাব করা হয়। তারা হলেন- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হাজী আব্দুর রাজ্জাক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিদ্দেক আলী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত মদনমোহন সরকারি কলেজের অধ্যাপক আহমদ হোসেন। সাংগঠনিক বিষয়ে সভায় বিভিন্ন সীদ্ধান্ত গ্রহণ করা হয় বিশেষ করে যে সব ওয়ার্ডে সম্মেলন করা বাকী আছে সেগুলোর সম্মেলনের বিষয়েও আলোচনা করা হয়। অদ্যকার সভায় গঠনতন্ত্র মোতাবেক সভাপতির অনুপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মফুর আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। কর্মসূচী সফল করতে সকল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ বলেন, যদি কেউ সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে সারাদেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ খুঁজে তাহলে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে। দেশের জানমালের ক্ষতি ও অরাজকতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে, সকলে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার সাথে সাথে প্রতিহত করারও আহবান জানানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত অপশক্তিদের গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে নিজেদের ভূমিকা আরো জোরদার করার জন্য সকলকে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে আশা পোষণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী, আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা: আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, মো: শাহজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ।

Leave a comment