https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

কানাডা প্রতিনিধি ঃ গতকল্য কানাডার টরোন্টের একটি অভিজাত হোটেল কানাডা সফররত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা , হোটেল গ্রান্ড ভিউ সিলেটের ফাউন্ডার চেয়ারম্যান , ডাচ্ বাংলা ব্যংকের সাবেক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট , মেধাবী রাজনীতিবিদ আব্দুল ওহাব জোয়ারদার মছুফের সাথে কানাডার টরেন্টোতে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গের এক মত বিনিময় সভা অনুস্টিত হয়েছে ।

লক্ষিপাশা ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান , বিশিস্ট রাজনীতিবিদ মিসবাউল কাদির ফাহিমের সভাপতিত্বে এবং বিশিস্ট যুব নেতা জনাব ওহাব জোয়ারদারের বাল্যবন্ধু হেলাল আহমেদের পরিচালনায় মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন , রাজনীতিবিদ খলিল আহমেদ , আব্দুল হানিফ ,বিশিস্ট ব্যবসায়ী ইফতেখার তানিন , যুবনেতা বেলাল আহমেদ সায়েম , সাদিকুর রহমান , প্রভাষক জিয়া উদ্দিন ,জিয়া উদ্দিন মাহিম , তানিম আহমেদ ,ইমরান আহমেদ , কামরুল ইসলাম , মো শাহজাহান আলম , হানিফ জোয়ারদার , রাজন আহমেদ সহ আরো অনেকে ।

জনাব জোয়ারদার কানাডার টরেন্টোতে অবস্হিত বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ তার সৈজন্যে এই মতবিনিময় সভা আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি সবাই কে ধর্য্য ধরে প্রবাস জিবনে কাজ কর্ম চালিয়ে যেতে এবং নিজ পরিবার ও দেশের উন্নয়নে আর্থিক ভূমিকা পালনের জন্য আহ্বান জানান ।

তিনি একই সাথে যারা দীর্ঘ দিন থেকে কানাডায় অবস্হান করছেন তাদের উদ্দেশ্যে নবাগত কমিউনিটি নেতৃবৃন্দ কে যথাসাধ্য সহায়তা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান ।
সভা শেষে কমিউনিটি নেতৃবৃন্দ তার সৌজন্যে রাতের ডিনারের আয়োজন করেন এবং সবাই একত্রে ডিনার করেন । পরবর্তিতে সবাই মিলে ফটো সেশনে অংশ নেন। জনাব ওহাব সবাই কে ধন্যবাদ জানান ।

সভাপতির বক্তব্যে জনাব মিসবাউল কাদির ফাহিম সবার উদ্দেশ্যে জনাব ওহাব জোয়ারদারের পারিবারিক , রাজনৌতিক , সামাজিক ও ব্যবসায়িক দিক উল্লেখ করে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি নবাগত দেরকে সম্ভব সব ধরনের সহযোগিতার আস্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন ।

Leave a comment

Trending