জাতীয় ঃ বঙ্গবন্ধু ও আওয়ামীলীগ নিয়ে পজেটিব মন্তব্য করায় স্বরাস্ট্র উপদৃস্টা ব্রিঃ জেঃ শাখাওয়াত হোসেনকে পাট মন্ত্রনালয় বদলী করা হয়েছে ।গত ২/৩ দিন আগে জনাব শাখাওয়াত হোসেন আওয়ামীলীগ কে উদ্দেশ্যে করে বলেছিলেন , আপনারা বৃহত একটি ঐতিহ্যবাহী দল , আপনারা দল গোছান , নির্বাচনে অংশ নেন । তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন , আপনার নাগরিকত্ব তো বাতিল করা হয় নি । তিনি শেখ হাসিনাকে দল গোছিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন । সেই স্বাধীন মন্তব্যটিই তার জন্য কাল হয়ে দাঁড়ালো । তাকে সরিয়ে দেওয়া হলো স্বরাস্ট্র মন্ত্রনালয় থেকে ।অনেকে মনে করছেন যারা পরিবর্তনের কথা বলে অন্তবর্তিকালিন সরকার পরিচালনা করছে , তারাই আবার বাঁক স্বাধীনতা কে গলা চেপে ধরছে ।
স্বরাষ্ট্র উপদেষ্টার নতুন দায়িত্বপ্রাপ্ত লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।


Leave a comment