
মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে পদত্যাগের জন্য জোড় করে সাদা কাগজে সাক্ষর করিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে তিনি সাদা কাগজে পদত্যাগের কথা উল্লেখ করে সাক্ষর করেন।
সাদা কাগজে উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি লিখেন, ‘আমি কিশোর রায় চৌধুরী মনি। চেয়ারম্যান, জুড়ী উপজেলা পরিষদ। আজ ১৫/০৮/২০২৪ ইং পদত্যাগ করলাম। ১৮/০৮/২০২৪ ইং অফিশিয়ালভাবে পদত্যাগপত্র জমা দেব।’
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জুড়ী নিউ মার্কেটে ব্যক্তিগত কাজে আসেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। এ সময় সেখানে কয়েকজন ছাত্র এসে তাকে ঘিরে ফেলে পদত্যাগ করতে বলেন। প্রায় ঘন্টাখানেক সেখানে অবস্থানের পর জুড়ী থানার ওসি মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে উপজেলায় নিয়ে আসেন।
সেখানে সেনাবাহিনীর কর্মকর্তা, ওসি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের নিকট সাদা কাগজে সাক্ষর দিয়ে রবিবারে পদত্যাগ করবেন বলে উল্লেখ করেন উপজেলা চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীরা উপজেলা চেয়ারম্যান মহোদয় কে এখানে নিয়ে এসেছে। তাদের দাবির প্রেক্ষিতে উনি রবিবারর পদত্যাগ করবেন বলে সাদা কাগজে লিখিত দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, ‘আমি আমার বক্তব্য লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সমন্বয়কদের কাছে উপস্থাপন করেছি। এ বিষয়ে মৌখিকভাবে আমার কোনো বক্তব্য নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করেছি, এটা তো আমি লিখিতভাবে দিয়ে দিয়েছি।’

Leave a comment