https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

মিশাগান প্র্তিনিধি ঃ মিশিগান আওয়ামী পরিবারের ব্যানারে আওয়ামীলীগ নেতা আবু নাসের খান জামালের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ ও যুবলীগ নেতা রুম্মান আহমদ চৌধুরী ইভানের যৌথ পরিচালনায় জাতীয় শোক দিবস পালন হয়।এতে বক্তব্য রাখেন মিশিগানের আওয়ামীলীগ নেতা মো: শাহাব উদ্দিন,আহাদ আহমদ,সালেহ আহমদ বাদল,নিজাম উদ্দিন,আলমগির আহমদ আলী,লিয়াকত আলী,মো: নজরুল ইসলাম, মো: সাবুল হোসেন,সৈয়দ মতিউর রহমান শিমু,আলী আহমদ ফারিস,মো: আব্দুল বাছিত,সুলতান শরিফ,মো: দেলোয়ার হোসেন,রুমন উদ্দিন,মো: আফজল হোসেন,মো: হাসান মুরাদ চৌধুরী,সামছুর রহমান,ছিদ্দিকুর রহমান,যুবলীগ নেতা আমিনুল ইসলাম তুষার,সাদেক খান খোকন,ময়নুল হক,শিপলু মল্লিক,মান্না বড়ুয়া,ছাত্রলীগ নেতা রেজাউল হাসান,আহমদ ইকবাল খান,আরিফ আরমান জিসান সহ প্রমূক।

Leave a comment

Trending