https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ নিউ ইয়র্কে আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। নিউ ইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে আগামী শনি ও রবিবার (২৪ ও ২৫ আগস্ট) অনুষ্ঠিতব্য এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতি তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশ সম্মেলন।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।

বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় বাংলাদেশ সম্মেলন। এবারের আয়োজনে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও দোহার উপজেলা সমিতি ইউএসএর সম্মানিত সভাপতি দুলাল বেহেদু ও কনভেনার নুরুল আজিম এবং সদস্য সচিব আলমগীর খান আলম l

তিনি বলেন দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে থাকছে না কোন প্রবেশ মূল্য । অনুষ্ঠানে থাকবে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা । মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা, বিন্দুকনা, প্রতিক হাসান, তাহমিনা মিম , রানো নেওয়াজ, নাজু আকন্দ , ফিড ব্যাক খ্যাত লুমিন, ক্লোজআপ তারকা শশী, চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত , কৃষ্ষ্ণা তিথি, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান ,প্রমি তাজ, নিপা জামান , শাহ মাহবুব , শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল , কামরুল ইসলাম, মিতু মাহমুদ, বাউল ফখরুল, অনিক রাজ এবং প্রেমা রহমান । দুইদিন ব্যাপী এই সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং দুপুর তিনটা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে । বিস্তারিত তথ্যের জন্য 646 546 6038

সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment

Trending