
জাতীয় ডেস্ক ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অসত্য এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য তারা লজ্জিত নয়। তার বক্তব্যের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অবমাননা করেছেন। পাকিস্তানিরা এখনও আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিশ্বাস করি সাম্প্রতিক সময়ে এদেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করতে যে তান্ডবলীলা চালিয়েছে তাতে পাকিস্তানিদের হাত রয়েছে।
আমরা চাই অচিরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য বাংলাদেশের জনগণের ক্ষমা প্রার্থনা করবেন।

Leave a comment