
সিলেট প্রতিনিধি ঃ সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায় নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হন।
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Leave a comment