https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তজার্তিক ডেস্ক ঃ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মোশন আনলেন অস্ট্রেলিয়ার জ্বালানী মন্ত্রী ক্রিস বোয়েন।
তিনি বিশদভাবে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সব তথ্য তুলে ধরেন।

“বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমান পাওয়া গেছে এবং আমরা এই হাউজে এটা বলছি। আমার সাথে একমত ফেডারেল এমপি ডঃ চার্লটন, মাইক ফ্রিল্যান্ডার, স্ট্যানলি (উনারা হাউজ লিডারস), সাথে হিউজিক, মন্ত্রী মার্ক থিসেলুইক এবং মন্ত্রী মিশেল রোল্যান্ড । ৪৬ বাংলাদেশী কম্যুনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসেছেন, সেই সাথে ৩ জন ভিক্টিম আমাদের সাথে কথা বলেছেন। উনি আরো বলেন, খ্যাতনামা সুরকার গায়ক রাহুলের বাড়ীও সব বাদ্যযন্ত্রসহ পুড়িয়ে দেয়া হয়েছে, যার বাড়িতে স্বয়ং ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রন এসেছিলেন। সারা বাংলাদেশে অসংখ্য সংখ্যালঘুর বাড়ী, উপসনালয় লুট ও পুড়িয়ে দেয়া হয়েছে, মানিনোরিটিরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা বাংলাদেশের কাউন্টারপার্টকে আমাদের কনসার্ন জানিয়েছি, এবং ডঃ ইউনুসের সরকারের দ্বায়িত্ব বাংলাদেশে সব মানূষের উপর দ্রুত সমস্ত সন্ত্রাস বন্ধ করাটা জরুরী”

Leave a comment

Trending