
জাতীয় ডেস্ক ঃ ময়মনসিংহ -জারিয়া ঝাঞ্জাইল রুটে চলাচল করা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটির সর্বশেষ বগি নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন ও জিনিসপত্র লুট করে ডাকাত দল। জারিয়া ঝাঞ্জাইল ট্রেন স্টেশনে ট্রেন পৌঁছার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে নেমে যায় ডাকাত দল।

Leave a comment