https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ অন্তভর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর রাত ১০ টায় নিউইয়র্ক এফ কে বিমান বন্ধরে পৌঁছান । এ সফর ঘিরে নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিলো । যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ২৩ তারিখ সন্ধা ৭ ঘটিকা থেকে শত শত নেতা কর্মী নিয়ে জেএফকে বিমান বন্ধরে সমবেত হতে থাকেন । তারা হাতে শেখ হাসিনার ছবি নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন । তারা শেখ হাসিনার সরকার বার বার দরকার , নো মোর ইউনুস শ্লোগানে প্রকম্পিত করে তুলেন বিমান বন্ধর এলাকা । তাদের অনেকের হাতে জুতা ও পচা ডিম দেখতে পাওয়া যায় । তারা ঐ দিন ৮ নং টার্মিনালে ড . ইউনুসের আগমনের অপেক্ষায় ছিলেন যাতে তারা ড . ইউনুস কে কালো পতাকা প্রদর্শন করতে পারেন কিন্তু পরিস্হিতি ভয়াবহ হওয়াতে অবশেষে নিরাপত্তা কর্মীদের পরামর্শে জনাব ড. ইউনুস পিছনের দরজা দিয়ে বিমান বন্দর ত্যাগ করতে বাধ্য হন ।

এ দিকে বিমান বন্ধরে ড. ইউনুসের পক্ষে অবস্হান নেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ, তারা ও ইউনুসের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন । কিন্তু এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হতে দেখা যায় ।

যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ঐ সময় বক্তব্য রাখেন । যারা বক্তব্য রাখেন তারা হচ্ছেন , যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান , সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ , ড. প্রদ্বিপ কর , ডাঃ মাসুদুল হক , সামসু উদ্দিন আজাদ , সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , ফারুক আহমদ , মহি উদ্দিন দেওয়ান , হাজী দুলাল মিয়া এনাম , মোহাম্মদ আলী সিদ্দিকি , স্টেইট আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মিয়া , সাধারন সম্পাদক শাহীন আজমল , মহানগর সভাপতি রফিকুর রহমান , সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী সহ অংঙ্গ সংগঠন শ্রমিকলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ ।

Leave a comment

Trending