https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেট জেলার গোলাপগন্জ উপজেলার পূর্ব রেঙ্গা হাই স্কুলে চলছে কোচিং বানিজ্য।
বার্ষিক পরীক্ষা সামনে রেখে স্কুলের কিছু শিক্ষক প্রকাশ্যে ও গোপনে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে যা সরকারি ভাবে নিষিদ্ধ।
খোজ নিয়ে জানা যায় স্কুলের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম উনার প্রত্যক্ষ মদদে কয়েক জন শিক্ষক অবাদে ছাএ/ ছাএীদের কোচিং করিয়ে যাচ্ছেন দিন ও রাতে। তারা ক্লাসে ক্লাস নিতে গড়িমসি করেন এবং ছাত্র ছাএীদের কোচিং না করলে ফেল রাখার হুমকি দেন। এতে করে এলাকার গরীব ও মেধাবী ছাএ/ছাএীদের অভিভাবকরা খুবই শংকিত তাদের ছেলেমেয়েদের লেখা পড়া নিয়ে।কয়েক বছর আগে কোচিং করতে এসে এক ছাএী ধর্রষনের গঠনা ঘটলে প্রধান শিক্ষক তা দামাচাপা দেন বলে অভিযোগ পাওয়া যায় , যা এলাকার সবার জানা। বিশেষ করে তরুণ শিক্ষক ছাএীর বাসায় রাএে পড়াতে গিয়ে মুখরোচক গল্পের সৃষ্টি করতেছেন। এই নিয়ে এলাকায় তরুণ ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করিতেছে ,যা যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর আশংঙ্কা করছেন বলে জানা যায় ।

Leave a comment

Trending