নিউইয়র্ক প্রতিনিধি ঃ জাতি সংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাংলায় ভাষন প্রদানের ৫০ বছর পুর্তি অনুস্টান ও আলোচনা সভা জুম মিটিং এর মাধ্যমে পালন করলো নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগ ।

আলোচনা সভাটি পকিচালনা করেন নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব শাহিন আজমল ।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন , নিউইয়র্ক স্টেইট আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক জনাব মস্তফা কামাল , সহ সভাপতি আবুল বাশার মিলন , এম এন জিন্নাহ , আব্দুল ওহাব জোয়ারদার , হেলিম উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক নুরুল হক লাল , বিপ্রেশ রায় ও কার্যকরী সদস্য ও যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাগর মোহাম্মদ শানু প্রমূখ ।

বক্তার তাদের বক্তব্যে আজকের এই ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার ঐতিহাসিক ভাষনের স্মৃতিচারন করে বক্তব্য প্রদান করেন । তারা বলেন আজ যদি শেখ হাসিনা দেশের ক্ষমতায় থাকতেন তাহলে জাতি সংঘ আজকের এই দিন টি আন্তজার্তিকভাবে পালন করতো কিন্তু দখলদার ইউনুস সরকার এই ঐতিহাসিক দিনটি পালনে কোন ভূমিকা রাখবে না ।এটি বাঙালী জাতির জন্য খুব বেদনা দায়ক দিন ।তারা এই ঐতিহাসিক দিনটি পালনে বাংলাদেশের পক্ষ থেকে জাতি সংঘের গুরুত্বপূর্ণ ভুমিকা আশা করেন ।


Leave a comment