
জাতীয় ডেস্ক ঃ দেশের মানুষের চরম বিরোধীতার পর ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আজ থেকে ভারতে সেই ইলিশ রপ্তানি শুরু হয়েছে ।৪৯টি প্রতিষ্ঠান আবেদন করলে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। প্রতি কেজির দাম পড়ছে ১০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় এক হাজার ১৮০ টাকা। তবে রাজধানীতে এক কেজি ওজনের প্রতি পিস ইলিশের কেজির দাম পড়ছে মানভেদে ১৬০০ থেকে ১৯০০ টাকা।
রফতানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ৪ টন করে রফতানি করছে। আমদানিকারক ভারতের আরএস ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল। কার্গো অফিসার জানিয়েছেন, কাগজপত্রের কাজ শেষ হলে ইলিশ দ্রুত ভারতে পাঠিয়ে দেয়া হবে।

Leave a comment