
জাতীয় ডেস্ক ঃ কেজি ধরে ঈলিশ কেনা সম্ভব না হওয়ায় মধ্যবিত্ত ক্রেতাদের জন্য পিছ করে বিক্রি করছে রাজশাহীর ঈলিশ বিক্রেতারা । এখন কেউ চাইলে ১৫০ থেকে ২০০’শ টাকায় এক পিছ ইলিশ কেনতে পারবেন রাজশাহীর সাহেববাজারে। জনসাধারণের চাহিদা মেটাতে ইলিশ কেটে টুকরো করে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১০ই অক্টোবর) নগরের সাহেববাজারে ইলিশ কেটে বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।এর আগে ৯ই অক্টোবর ব্যবসায়ী নেতারা ঘোষণা দিয়েছিলেন, ক্রেতারা চাইলে এক পিস ইলিশও কিনতে পারবেন। ব্যবসায়ীদের এ ঘোষণার পর আজ বাজারে প্রচুর ক্রেতার সমাগম ঘটে।
উল্লেখ্য বর্তমান অন্তভর্তী কালিন সরকার ঘোষনা দিয়েছিলো দেশের মামুষ যাতে কম দামে ঈলিশ খেতে পারে তার জন্য কোন ঈলিশ বিদেশে রপ্তানি করা হবে না । কিন্তু পরবর্তিতে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতে প্রচুর ঈলিশ ১০০০-১২০০ টাকা কেজি দামে রপ্তানী করে অথচ দেশে ঈলিশের কেজি বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায় । এ অবস্হায় দেশের মানুষের পক্ষে ঈলিশ কিনা প্রায় দূরুহ হয়ে পরে ।যার ফলে শেষ পর্যন্ত ব্যবসায়ীরা মাছ কেটে পিচ করে বিক্রির সিদ্ধান্ত নেয় ।

Leave a comment