
জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশের তৈরি পোশাকের অর্ডারের একটি অংশ প্রতিবেশী ভারত, পাকিস্তানসহ অন্য দেশের বাজারে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন এবং শ্রমিক অসন্তোষের কারণে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত গভীর সংকটে পড়েছে বলে মনে করেন তারা। ব্যবসায়ীরা মনে করছেন, সময়মতো শিপমেন্ট করতে না পারায় নব্বই শতাংশ অর্ডার ভারতে চলে গেছে।
বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতা এবং বাংলাদেশের পোশাক কারখানার মধ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘নো এক্সিট’ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ জাকির বলেন, পরিস্থিতি ভালো হলে ক্রেতারা আবার ফিরতে পারেন। আমার অনেকগুলো অর্ডার ইন্ডিয়াতে প্লেস হয়ে গেছে। যে কাস্টমার আমার এখানেই কাজ করতো তার অর্ডারগুলো সে ইন্ডিয়াতে প্লেস করেছে শিপমেন্ট ও ডেলিভারি ইস্যুর কারণে। আমরা যদি পরিস্থিতি উন্নয়ন করতে পারি ক্রেতারা আবার ফিরে আসবে।
উল্লেখ্য বাংলাদেশ গত ১৫ বছরের টানা স্হিতিশীল রাজনৈতিক পরিবেশনের কারনে বিশ্ব বাজারে গার্মেন্ট শিল্পে অনেকটা একক আধিপত্য বজায় রেখে বিশাল অংকের বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিকে যোগ করে অবদান রেখে চলছিলো । কিন্তু সামপ্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ আবার ও বিশৃংখল পরিস্হিতির দিকে চলে যায় । প্রতিদিন সভা সমাবেশ গার্মেন্ট সেক্টরে আগুন দিয়ে , শত শত লোককে হত্যা , গার্মেন্ট্স মালিকদেরকে গ্রেফতার সহ বিভিন্ন কারনে অনেক গুলি গার্মেন্ট্স বর্তমানে বন্ধ রয়েছে । এতে এই শিল্প ধবংশ হওয়ার পথে হাটছে ।এ রকম অবস্বা চলতে থাকলে সরল ব্যবসায়ীরা অন্য দেশের দিকে ঝুকবে বলে সংশ্লিস্টরা মনে করছেন ।

Leave a comment