
জাতীয় ডেস্ক ঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জনাব। ড. আব্দুর রাজ্জাক আওয়ামীলীগ সরকারের একজন ক্লিন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সমগ্র দেশে পরিচিত । তার এই গ্রেফতারে অনেকেই বিস্মিত হয়েছেন বলে জানা গেছে । নাম না প্রকাশ করার শর্তে আওয়ামীলীগের এক কেন্দ্রীয় বলেন , শুধু মাত্র রাজনৈতিক ও গন গ্রেফতারের কারনে জনাব ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে বর্তমান এই অন্তভর্তীকালিন সরকার ।

Leave a comment