https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ যুক্তরাস্টের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গতকাল ২০শে অক্টোবর ২০২৪ ইংরেজী রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চ কর্তৃক আয়োজনে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অংশগ্রহনে বাংলাদেশের চলমান মুক্তিযুদ্ধ বিরোধী অবৈধ দখলদার ইউনূস সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে গগনবিদারী স্লোগান ও বক্তব্য প্রদানের মাধ্যমে অবিলম্বে ইউনূস সরকারের পদত্যাগ দাবী করা হয়। সম্প্রতি ১৫ই আগস্ট, ৭ই মার্চ, ১৭ই মার্চ, ৪ঠা নভেম্বর সহ ৮টি জাতীয় দিবস বাতিলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।


সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক কায়কোবাদ খাঁন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ড. প্রদীপ রন্জন কর ও প্রধান বক্তা ছিলেন প্রকৌ. মোহাম্মদ আলী সিদ্দিকী।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, নিউইয়র্সিক স্টেইট আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, এম. এ. করিম জাহাংগীর, এ্যাড. শাহ মো. বখতিয়ার, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, হাকিকুল ইসলাম খোকন, ফারুক হোসাইন, তোফায়েল চৌধুরী, ডা. মাসুদুল হাসান, আজিজুর রহমান সাবু, রফিকুর রহমান, এমদাদ চৌধুরী, সাখাওয়াত আলী, সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সরদার, জুয়েল আহমেদ, কাজী আজিজুল হক খোকন, রুমানা আক্তার, জেসমিন আক্তার কোহিনূর, শহিদুল ইসলাম হুমায়ুন কবির প্রমুখ।

Leave a comment

Trending