https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

ডেস্ক রিপোর্ট : সিলেটে বিভিন্ন ব্যাংকে টাকা না পেয়ে ফুঁসে উঠছে মানুষ, গোলাপগন্জ ন্যাশনাল ব্যাংকে তালা ঝুলালো গ্রাহকরা ।

জানা যায় গতকল্য গোলাপগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে তারা ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখা থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছেন না। যদিও গত সপ্তাহে পাঁচ হাজার টাকা তুলতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে সপ্তাহে তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টাকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই এবং আসতে দেরি হবে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ন্যাশনাল ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মুজাম্মেল হক জানান, সারা দেশে তাদের ব্যাংকের মতো আরও ৮-১০টি ব্যাংকে টাকা সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছি না, কারণ সেন্ট্রাল থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা পাচ্ছি না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে পারেননি তিনি।

এ দিকে সিলেট শহরের ইউনিয়ন ব্যাংক , ফাস্ট সিরিউরিটি ইসলামী ব্যাংক , ন্যাশনাল ব্যাংক , এক্সিম ব্যাংক সহ আর ও কয়েকটি ব্যাংক গ্রাহকদেরকে টাকা দিতে পারতেছে না । এই সব ব্যাংকের গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরত যাচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকেই । ৩০০০-৫০০০ টাকার বেশি কোন গ্রাহককে দেওয়া হচ্ছে না বলে জানা যায় । এ দিকে বড় হিসেবধারী গ্রাহকরা পরেছেন বিপদে । তাদের বড় ডিপোজিটের বিপরীতে কোন ব্যাংকই চাহিদা মত টাকা যোগান দিচ্ছে না এতে করে ব্যাংক গুলোর উপর গ্রাহকের আস্তা শুন্যের কোটায় নেমে এসেছে ।ব্যবসা বানিজ্যে চলছে স্তভিরতা । কয়েকজন গ্রাহকের সাথে আলাপ করে জানা যায় , এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্হা না নিলে সিলেটের বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা মানব বন্ধন সহ আন্দোলনে যেতে বাধ্য হবেন । একজন গ্রাহক অভিযোগ করে বলেন , আমরা তো ৫ ই আগস্টের আগ পর্যন্ত চাহিদা মত টাকা পেয়েছি এখন এই সরকার আসার পর কেন আমরা টাকা পাচ্ছি না ।এটি তো সরকারের দায়িত্ব , যারা টাকা নিয়ে চলে গেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয় কেন ব্যবস্হা নেয় নি ? এটিতো গ্রাহকের দেখার বিষয় নয় । বাংলাদেশ ব্যাংক কি মনিটরিং করেছে তা জানতে চান একজন গ্রাহক । তিনি বলেন এইভাবে একটি দেশতো চলতে পারে না । তিনি খোভ প্রকাশ করে বলেন দেশ পরিচালনা করতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় হউন , দেশকে আর ধবংশ করবেন না ।নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজ মানুষের নাগালের বাহিরে । মানুষ না খেয়ে জিবন যাপন করছে । এটি আর চলতে দেওয়া যায় না ।

Leave a comment

Trending