https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তজার্তিক ডেস্ক ঃ নির্বাচনী ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে।

কেউ ট্রাম্পের নির্বাচনি প্রচারণার স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লিখা টুপি পরেছেন, আবার কেউ আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন। খবর; বিবিসি

এদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএসের একটি পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান পার্টি সেনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

এখনও অনেক আসনের ভোট গণনা চলমান থাকলেও এটা স্পষ্ট যে ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

পশ্চিম ভার্জিনিয়ায় প্রত্যাশিত ক্ষতি কমাতে একটি রিপাবলিকান আসন দখলের আশা করছিল ডেমোক্র্যাটরা।

তবে পূর্বাভাস অনুযায়ী, টেক্সাসে তারা টেড ক্রুজকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে, যা কি না দলটির অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত ডেমোক্র্যাটরা সেনেটে আসন পেয়েছে ৪০টি আর রিপাবলিকানরা পেয়েছে ৫১টি।

Leave a comment

Trending