https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ আজ ৬ই নভেম্বর যুক্তরাস্ট্রের জাতীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধ্বস বিজয়ের পরদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে নাগরিক সমাবেশে করে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ও সমমনা সংগঠন গুলো । গনতন্ত্র হরন, নির্বাচিত সরকার উৎখাত, অবৈধ, অনির্বাচিত দখলদার সরকারের ক্ষমতা গ্রহন, হাজার হাজার ছাত্র-পুলিশ-জনতাকে গনহত্যা করে সরকারের উপর দোষ চাপানো ও হত্যাকারীদের দ্বায়মুক্তি প্রদান, মব জাস্টিসের নামে পিটিয়ে মানুষ হত্যা, লুটতরাজ, অগ্নিসন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, জোরপূর্বক বিচারপতি, শিক্ষক, সচিব, নির্বাচন কমিশনার, স্পিকার, জনপ্রতিনিধিদের পদত্যাগে বাধ্য করা, গনগ্রেফতার, প্রহসনের বিচারের জন্যে আইসিটি আদালত ব্যবহার ও শেখ হাসিনা সহ অন্যদের নামে গ্রেফতারী পরওয়ানা জারী, আদালতে আসামী ও কার আইনজীবীদের উপর হামলা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যাকান্ডের প্রতিবাদে জাতিসংঘ সেক্রেটারী জেনারেল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এই সমাবেশ থেকে।
এলায়েন্স ফর বাংলাদেশী আমেরিকানস, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ এ আওয়ামী পরিবার, শেখ হাসিনা মন্চ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর। সভা পরিচালনা করেন যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ।

বক্তৃতা করেন প্রকৌ. মোহাম্মদ আলী সিদ্দিকী, আব্দুর রহিম বাদশাহ, এ্যাড. শাহ মো. বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, রমেশ চন্দ্র নাথ, শাহীন আজমল, সাখাওয়াত আলী, আব্দুল ওহাব জোয়ারদার , রুমানা আক্তার, কহিনুর আক্তার, জেড এ জয়, শহিদুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী, আক্তার হোসেন, জালাল উদ্দিন জলিল, এ কে চৌধুরী, পিয়াস আহমেদ, ফাতিন শাহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্যতম উপদৃস্টা ফারুক হোসেন , সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা , শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির , সম্পাদক মন্ডলির সদস্য আখতার হোসেন ,

Leave a comment

Trending