তিন বৎসরের বেশী একই কর্মস্হলে থাকতে পারবেন না, ভূমি মন্ত্রনালয়ের পরিপত্রজারি ।

জাতীয় ডেস্ক ঃ ভূমি অফিসে সেবার মান বৃদ্ধির লক্ষে বদলীজনিত পরিপত্র জারি করছে সরকার ।এই পরিপত্র অনুযায়ী, একজন ভূমি কর্মচারী কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের বেশি সময় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করাতে হবে বুধবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে ভূমি মন্ত্রণালয়।ত এতে বলা হয়, সব নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত … Continue reading তিন বৎসরের বেশী একই কর্মস্হলে থাকতে পারবেন না, ভূমি মন্ত্রনালয়ের পরিপত্রজারি ।