
সিলেট প্রতিনিধি ঃ হটাৎ করে সিলেটের দক্ষিন সুরমা থানায় হাজির হলেন বিগত কোটা আন্দোলনে নিহত দাবী করা এক রহস্যময় যুবক । তিনি জানান আন্দোলনে নিহত দেখিয়ে থানায় মামলা করেছিলেন তারই চতুর স্ত্রী। উদ্দেশ্য ছিলো- এ মা’মলার মাধ্যমে বাণিজ্য করা। কিন্তু সব ফাঁস করে দিয়েছেন স্বামী। নিজেই হাজির হয়েছেন থানায়, বলেছেন আমি জীবিত। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা থানায়।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে আল-আমিন নামের এক যুবক হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। জানান- তিনি মা’রা যাননি। তার স্ত্রী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে আন্দোলনে নিহত দেখিয়ে ঢাকার আশুলিয়া থানায় মামলা করেছেন। ৫ আগস্টের আগে তারা স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরপর তিনি স্ত্রীকে ছেড়ে সিলেট চলে আসেন। এখানেই ছিলেন এতদিন। সম্প্রতি মা’মলার বিষয়টি জানতে পারেন।
আল-আমিন বলেন- ‘ভাই, আমি মরিনাই, কেউ যদি আমার অজান্তে কাগজে কলমে মাইরা ফালায়, তাহলে আমার কী বা করার আছে? আমাকে মরা দেখাইয়া মামলা করছে আমার বৌ, তা আমি জানতাম না, যখন শুনলাম তখন ভয়ে পালিয়ে বেড়িয়েছি এবং শেষ পর্যন্ত জীবনের নিরাপত্তায় পুলিশের দ্বারস্থ হয়েছি’।

Leave a comment