
জাতীয় ডেস্ক ঃ গত জুলাই -আগস্ট ছাত্র আন্দোলনের পর থেকে অন্তভর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় গনমাধ্যমে উপর একচেটিয়া সরকারী নিয়ন্ত্রন প্রতিস্টিত হয়েছে । কোন সংবাদ মাধ্যমই সরকার বিরোধী কোন সংবাদ প্রকাশ করতে পারছে না ।দেশে ঘটে যাওয়া বিগত তিন মাসের সকল খুন, হত্যা , চুরি , ডাকাতি , আওয়ামীলীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে হত্যা , মামলা , হামলা কোন সংবাদই প্রচার করছে না দেশের টিবি চ্যানেল গুলি ।গনমাধ্যমের কন্ঠোরুধ এর আগে এত কঠিন ভাবে প্রয়োগ দেশের মানুষ দেখে নি বলে অনেকে মনে করেন ।
সেই কন্ঠোরুধ আরো বেশি করে দেশের মানুষের সামনে চলে আসলো দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে । শনিবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

Leave a comment