
হবিগন্জ প্রতিনিধি ঃ হবিগন্জ জেলার নবী গন্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মূর্ত্যু হওয়ার খবর পাওয়া গেছে । তারা দুজনই নবীগন্জ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব এর মা অনিমা রানী দেব (৭৫) ও ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫) বলে জানা গেছে । তারা দুজনই ঘরের বাথরুমে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার গয়াহরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গয়াহরি গ্রামে সাবেক কাউন্সিলর প্রাণেশ দেবের মা ও দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা রানী দেব ও অনিমার ছেলে নিপেশ চন্দ্র দেব।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল ১০ টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা অনিমা রানী দেব ঘরের বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার আর্তচিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় মাকে বাচাঁতে গিয়ে নিপেশ চন্দ্র দেব মা’কে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুতষ্পৃষ্ঠ হন। অনেকটা ভাগ্যক্রমে বেঁচে যান দুর্গা চরণ দেব। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এমন মৃত্যুর খবরে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সদ্য অব্যাহতি প্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি নেতৃবৃন্দ ও এলাকার লোকজন।
পরে নবীগঞ্জ থানা পুলিশ মৃতদের ছুরতহাল সম্পন্ন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাহ করার আবেদন করেছেন।

Leave a comment