এস আলম গ্রোপের বাংলাদেশের বিপক্ষে আন্তজার্তিক সালিশি আদালতে দ্বারস্হ হওয়ার হুমকি ।

জাতীয় ডেস্ক ঃ দেশের এস আলম গ্রোপের মালিকানায় থাকা ৭ টি ব্যাংক থেকে বিরাট অংকের অর্থ প্রাচার করার কারনে সরকার দেশের শীর্ষ স্হানীয় এই ব্যবসায়ী গ্রোপের সকল সম্পদ বাজেয়াপ্ত ও সকল ব্যাংক হিসাব জব্দ করেছে । ঔ সব ব্যাংক সমূহ বর্তমানে তারল্য সংকটে ভূগছে যা তাদের ব্যংকিং কার্যক্রম পরিচালনা করা অনেকটা অসম্ভব হয়ে পরেছে । … Continue reading এস আলম গ্রোপের বাংলাদেশের বিপক্ষে আন্তজার্তিক সালিশি আদালতে দ্বারস্হ হওয়ার হুমকি ।