
সিলেট প্রতিনিধি ঃজাফলং সিলেট জেলার অন্যতম আকর্ষনীয় পর্যটন স্পট ।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্পটে বেড়াতে আসেন । কিন্তু পর্যাপ্ত নাগরীক সুবিধা এবং উন্নত যোগাযোগ অবকাঠামো এখনো গড়ে উঠেনি এই ব্যস্ততম স্পটে ।যার ফলে অসংখ্য দুর্ঘটনা ও ঘটে থাকে এই স্পট সহ সিলেটের অন্য স্পট গুলিতে ।দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকবাহী যে গাড়ি গুলো আসে যে গুলি পার্ক করে রাখার পর্যাপ্ত স্বান নেই পিকনিক স্পট গুলিতে।ঝুঁকি নিয়ে গাড়ি গুলো পার্কিং কিংবা স্পটের আশেপাশের রাস্তা দিয়ে চলতে হয় । এতে দূর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় ।
অদ্য শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে খাদে পড়ে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে গাড়ির যাত্রীগণ। বাসের যাত্রীরা সবাই অক্ষত আছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উচুঁ পাহাড় থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছোট্র খাঁদে পড়ে যায়।
জানা যায়, শুক্রবার সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি মিনিবাস ২৩ জনের সদস্য নিয়ে সিলেট ভাতালিয়া বড় বাড়ি হতে সকাল ৯টা ৪০ মিনিটের সময় জাফলংয়ের উদ্দেশ্যে পারিবারিক ভ্রমণে রওনা করেন। পরবর্তীতে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে উঁচু পাহাড় থেকে অনুমান ১০ মিটার নিচে যাত্রীসহ ব্রেকফেল করে পাহাড়ের নিচে পড়ে যান।
এর মধ্যে একজনের হাতে আঘাত পান, একজন অজ্ঞান হন এবং কয়েকজন সাধারণ আঘাতপ্রাপ্ত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

Leave a comment