
স্পোর্টস ডেস্ক ঃ ব্যাটিং ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের । আবার ও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেল জ্যামাইকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস ।মোট ওভার খেলেছেন বাংলাদেশের বেট্সম্যনরা ৭১.৫ ওভার ।
প্রথম দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মোটে ৩০ ওভার খেলা হয়েছিল। ২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশে ।
দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিতে শুরু করেন ব্যট্সম্যনরা । মাত্র ৯৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। দিনে এক ঘণ্টা হতেই পড়ে ৪টি উইকেট।
শান্ত ৮৯ বল মোকাবেলা করে ২ বাউন্ডারিতে মাত্র ২২ রান করলেন। ২৪.৭১ স্ট্রাইকরেটের ইনিংসটি শেষ পর্যন্ত বড় করতে পারলেন না। শামার জোসেফের বলে ডিফেন্ড করেও বোল্ড হয়ে ফিরতে হলো ডানহাতি এই ব্যাটারকে।
লিটন দাস ৬ বলে ১ রানে সাজঘরে ফেরেন লিটন।এরপর তরুণ জাকের আলীও ১ রানে আউট হয়েছেন। শামার জোসেফের পেসে তার ছিল সফট ডিসমিসাল। বেরিয়ে যেতে থাকা বাউন্সারে অযথা পুল খেলতে গিয়ে আউট হন জাকের। বল তার ব্যাটের পর কাঁধে লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।
সতীর্থদের এই আসা যাওয়ার মিছিল দেখে যেন ধৈর্য হারিয়ে ফেলেন সাদমান ইসলামও। শামার জোসেফের বলে তিনি ব্যাট পেতে দিলে বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। ১৩৭ বলে ৫ চার আর ১ ছক্কায় তার ৬৪ রানের ইনিংসটির সমাপ্তি তাতেই। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।
এরপর বোলার তাইজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। লাঞ্চের আগে প্রায় ১৪ ওভার কাটিয়ে ২৪ রান তোলেন। ১১৬ বলে তাদের ৪১ রানের জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন আলজেরি জোসেফ। ৬৬ বলে ১৬ রান করে ফেরেন তাইজুল।
দলীয় ১৩৯ রানে তাইজুল ফেরার পর আর কারো ওপর ভরসা করতে পারেননি মিরাজ। তাসকিন আহমেদ করেন ৮। শেষ পর্যন্ত মিরাজ জেডেন সিলসের শর্ট বলে চালাতে গিয়ে টপ এজ হয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ হন। ৭৫ বলে ২ বাউন্ডারিতে বাংলাদেশ অধিনায়ক করেন ৩৬ রান।বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সব উইকেটে ১৬৪ রান ।

Leave a comment