https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তজার্তিক ডেস্ক ঃ মালয়েশিয়া সরকার তার দেশে অবৈধভাবে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেফতার অব্যাহত রেখেছে ।গত কয়েক মাসে প্রায় কয়েক হাজার অবৈধ অভিবাসী আটক হয়েছেন মালয়েশিয়া সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ।

জানা যায় মালয়েশিয়ায় ৭ হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ হাজার ৮২২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৪১ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সর্বোচ্চ ইন্দোনেশিয়ার ১২ হাজার ৫৮৮ জন। মিয়ানমারের ৭ হাজার ১১২ জন নাগরিক গ্রেপ্তার। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পাশাপাশি ১ হাজার ৬০৭ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা।

সোমবার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. শামসুল আনোয়ার নাসারাহ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত, অভিবাসন বিভাগ ১৭ হাজার ৮২৫টি এনফোর্সমেন্ট অপারেশন চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Leave a comment

Trending