
আন্তর্জাতিক ডেস্ক ঃ গত ৫ ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয় ।সেটি বর্তমানে দুই প্রতিবেশি রাষ্ট্রকে অনেকটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে ।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ী ঘর জ্বালানো, হত্যা , লুটতরাজ এবং সর্বোপরি ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা কারনে বিমান বন্দর গোয়েন্দা বাহিনী গ্রেফতার করে নিয়ে যাওয়া পর ।এই ঘটনাকে কেন্দ্র করে ভারত চিকিৎসা সহ পন্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিয়েছে ।এতে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক শুরু হয়।
অবশেষে এ রকম তিক্ত সম্পর্ক চলাকালীন সময়ে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। বৈঠকে সীমান্ত উত্তেজনা, বাণিজ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস বলছে, উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন।

Leave a comment