https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তর্জাতিক ডেস্ক ঃ ভয়েস অব আমেরিকা সাথে সাক্ষাৎকারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উপরোক্ত মন্তব্য করেছে। আমরা ভয়েস অব আমেরিকার সৌজন্যে এই সাক্ষাৎকারটি আমাদের পাঠকদের জন‍্য এখানে তুলে ধরলাম।

ভয়েস অব আমেরিকা ঃ অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা বেড়েছে বলে ভয়েস অফ আমেরিকার জরিপে মত দিয়েছেন বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ, এমনকি সংখ্যালঘুদের প্রায় ৬৬ শতাংশ মনে করেছেন আগের সরকারের চেয়ে তারা এখন হয় বেশি নিরাপত্তা পাচ্ছেন অথবা একই রকম নিরাপত্তা পাচ্ছেন, জরিপের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন?

রুহিন হোসেন প্রিন্সঃ ভয়েস অফ আমেরিকার জরিপটি আমি আগেই দেখেছি। …. জরিপের ফলাফল থেকে তারা সংখ্যালঘুদের নিয়ে তথ্যটি প্রকাশ করেছেন, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি এবং আমার দল বাংলাদেশের যে বাস্তবতা দেখছি, তাতে আগের সরকারের চাইতে এখন সংখ্যালঘুরা ভালো আছেন, এটা একেবারে যুক্তি সঙ্গত নয়।

দ্বিতীয়ত, অতীতে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এর থেকে বেশি আক্রমণ হয়েছে। কিন্তু এবার তারা যে পরিমাণ ভীত-সন্ত্রস্ত হয়েছে, তা অতীতে কখনও হয়নি। এই বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। তাই আমার বিবেচনায় এই জরিপ আমার মতে যথাযথ প্রতিফলন ঘটায় না। আর এ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমে যেটা করছে, আমার মনে হয় না তার প্রভাব এখানে পড়বে।

শাসকগোষ্ঠী বাস্তবতাকে রাখডাক করে চালাতে চায়। কিন্তু বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আমাদের করণীয় নির্ধারণ করাটাই সবার জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি।

👉 আগের সরকারের চাইতে এখন সংখ্যালঘুরা ভালো আছেন, এটা একেবারে যুক্তি সঙ্গত নয়ঃ রুহিন হোসেন প্রিন্স:

সূত্র ঃ https:www.voabangla.com/a/7885976.html

Leave a comment

Trending