সিলেট প্রতিনিধি ঃ অদ্য ১০.১২.২০২৪ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা,সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান এবং সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন Mentor ,Anti terrorism unit(ATA),US Embassy Mr Lionel Paul Benoit Jr । মহড়া শেষে পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়কে সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম এবং বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে অবহিত করা হয়। পুলিশ কমিশনার মহোদয় উনার বক্তব্যে বলেন অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠা সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সিলেট মেট্রোপলিটন এলাকা এবং প্রয়োজন মোতাবেক সিলেট বিভাগে কার্যক্রম পরিচালনা করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-সিটি অ্যান্ড সিসি) জনাব সাহাদত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) জনাব দেবাশীষ দাশ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি


Leave a comment