
জাতীয় ডেস্ক ঃ দেশে আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত।গত তিন চার মাস থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সরকার চেস্টা করে ও দাম জনগণের নাগালের মধ্যে রাখতে পারছেন । এ নিয়ে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সাধারণ মানুষ খোভ প্রকাশ করছেন যা প্রচারিত হচ্ছে মিডিয়ায় প্রতিদিন।গত কয়েকদিন থেকে আলু সহ আর ও কয়েকটি সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার আলু আমদানি করতে বাধ্য হয় ।
ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে এসে পৌঁছেছে আমদানি করা ৪৬৮ মেট্রিক টন আলু।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মালবাহী ট্রেনটি এই আলু নিয়ে বেনাপোলে পৌঁছে। শনিবার পণ্য চালানটি খালাস করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি।
তিনি বলেন, “ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।”
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯,৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

Leave a comment