
নিউইয়র্ক প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের তিন বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট কোর্টের সাবেক পিপি, সিলেটের কৃতি সন্তান বিজ্ঞ আইনজীবী জননেতা জনাব এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ কে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল হাসিব মামুন আর ও বলেন মিসবাহ উদ্দিন সিরাজকে গতকাল রাত ১২ টায় সিএনজি অটোরিকশা থেকে অপহরণ করে নির্মম অত্যাচার নির্যাতন ও ছুরিকাঘাত করে পায়ের রগ কেটে রাস্তায় ফেলে রাখে অবৈধ ইউনুস সরকারের চত্রছায়ায় আশ্রিত সন্ত্রাসীরা। বর্তমানে উনার অবস্থা আশংকাজনক।
সিলেটের ইতিহাসে এই ঘটনা এক কালো অধ্যায় হয়ে থাকবে। পুণ্যভূমি সিলেটে কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতার উপর কোনো কালেই এমন ঘৃণ্য কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

Leave a comment